Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০১৯

জীবন বৃত্তান্ত

জনাব মোঃ তসলীমুল ইসলাম এনডিসি

মহাপরিচালক

 

জনাব মোঃ তসলীমুল ইসলামএনডিসি ১ জানুয়ারি ২০১৯ তারিখে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব।

 

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য জনাব তসলীম ১৯৮৮ সনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের চাকুরী জীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), ভূমি হুকুম দখল কর্মকর্তা, ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে মাঠ পর্যায়ের বিভিন্ন অফিস ও মন্ত্রণালয়ে কাজ করেছেন।

 

জনাব তসলীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্মাতক(সম্মান)সহ স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক ইকনমিক ম্যানেজমেন্ট এন্ড ফিন্যান্সে স্মাতকোত্তর ডিগ্রি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রকিউরমেন্ট ও সাপ্লাই ম্যানেজমেন্টে স্মাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই থেকে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টর উপর প্রফেশনাল ডিপ্লোমা অর্জন করেছেন। এছাড়া, তিনি দেশ বিদেশে বহু সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন। তিনি বিশ্বের প্রায় ২১ টি দেশ ভ্রমন করেছেন।

 

জনাব তসলীম ১৯৬২ সনে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং দু’ কন্যা সন্তানের জনক।