Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

ক্যাপাসিটি প্রকল্প

প্রকল্পের নাম : ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল  জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)

মেয়াদ :  জুলাই ২০২০ থেকে জুন ২০২৭

প্রাক্কলিত ব্যয় : ১,১৬,০৭৫.৬৫ লক্ষ টাকা  

 

প্রকল্প এলাকা

জেলা

উপজেলা

পটুয়াখালী

পটুয়াখালী সদর, বাউফল, দুমকি, দশমিনা, কলাপাড়া, মির্জাগঞ্জ, গলাচিপা ও রাঙ্গাবালী (৮টি)

বরগুনা

বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা (৬টি)

পাবনা

পাবনা সদর, আটঘরিয়া, বেড়া, ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাঁথিয়া ও সুজানগর (৯টি)

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কামারখন্দ, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও উল্লাপাড়া (৭টি)

নারায়নগঞ্জ

রূপগঞ্জ ও আড়াইহাজার (২টি)

।        প্রকল্পের শিরোনাম  :  ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প

।       উদ্যোগী মন্ত্রণালয়                                      : ভূমি মন্ত্রণালয়।

৩।      বাস্তবায়নকারী সংস্থা                                   : ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

৪।       প্রকল্পের উদ্দেশ্য                                :

           

ক) প্রকল্পের প্রধান উদ্দেশ্য:

 

  • ''ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি'' প্রবর্তনের অংশ হিসাবে প্রস্তাবিত প্রকল্পের আওতায় অভিজ্ঞ বেসরকারি জরিপকারী প্রতিষ্ঠান নিয়োগের মাধ্যমে মৌজাম্যাপ প্রস্তুত এবং প্রশিক্ষিত জনবল দিয়ে তত্বাবধানকরত: সরাসরি ডিজিটাল পদ্ধতিতে পটুয়াখালী জেলার ০৮টি, বরগুনা জেলার ০৬টি, পাবনা জেলার ০৯টি, সিরাজগঞ্জ জেলার ০৭টি এবং গোপালগঞ্জ জেলার ০২টি উপজেলাসহ মোট ৩২টি উপজেলার ভূমি জরিপ করার মাধ্যমে ডিজিটাল মৌজাম্যাপ ও খতিয়ান প্রস্তুত করা;

 

  • ০৫টি জেলায়  ''ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি'' প্রবর্তনের অংশ হিসাবে ৩২টি উপজেলার সর্বশেষ প্রকাশিত আর, এস (রিভিশনাল সার্ভে) মৌজা ম্যাপ এর মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ল্যান্ড জোনিং প্রকল্প’ হতে প্রাপ্ত Digitized কপিকে বেসরকারি ভূমি জরিপকারী প্রতিষ্ঠানের Geodetic Surveying এর মাধ্যমে প্রাপ্ত মান দ্বারা Geo-referencing করে ডিজিটাল মৌজাম্যাপ প্রস্তুত ও ব্যবহার করা;

 

  • একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নির্ভরযোগ্য ডিজিটাল ল্যান্ড সার্ভেয়িং সিস্টেম (DLSS) প্রতিষ্ঠা করা, যা জনগণের প্রজাস্বত্ত্বের নিরাপত্তা বিধান করবে এবং জমিতে মালিকানার আস্থা সুরক্ষিত রাখবে;
  • আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণের জন্য ১০০ জন টিওটি (ট্রেনিং অব দি ট্রেনার)সহ মোট ২৪৬০ জন কমকর্তা-কর্মচারীকে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের বিষয়ে দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা।

 

খ) কার্যক্রম / লক্ষমাত্রা:

  1. প্রকল্পভুক্ত ৩২টি উপজেলায় দেশীয় বেসরকারি ভূমি নক্সা প্রস্তুতকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক জিওডেটিক পিলার স্থাপন, মান নির্ণয় ও এর সাহায্যে আধুনিক পদ্ধতিতে (Survey Grade Drone, RTK-GPS/GNSS, ETS Machine ইত্যাদি ব্যবহার করে) ডিজিটাল মৌজা ম্যাপ (Databased, web based, Apps based) ও খতিয়ান এর Dynamic database প্রস্তুত করা;
  2. ডিজিটাল ভূমি জরিপ যন্ত্রপাতি সংগ্রহ, স্থাপন ও ব্যবহার নিশ্চিতকরণ;
  3. প্লটভিত্তিক খতিয়ান প্রস্তুতকরণ;
  4. খাস জমি, সরকারি, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিমালিকানাধীন ভূমির পৃথক দাগভিত্তিক রেকর্ড প্রস্তুতকরণ;
  5. অন-লাইনভিত্তিক ভূমি জরিপ পদ্ধতির প্রবর্তন;
  6. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিজস্ব জনবল হতে ২৪৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে দেশে-বিদেশে আধুনিক ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবলে রুপান্তরকরণ;
  7. সর্বশেষ রেকর্ড, ই-মিউটেশন ও মিউটেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য Application Programming Interface (API) এর মাধ্যমে যাচাই করে ডিজিটাল রেকর্ড প্রনয়ণে ভূমির মালিকানা নির্ধারণে সহায়তা নেওয়া;
  8. Digital Land Surveying System (DLSS) সফটওয়্যার প্রস্তুত ও প্রবর্তন করে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা স্থাপন;
  9. এ প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত ডিজিটাল মৌজা ম্যাপ ও খতিয়ান ডাটাবেজকে Application Programming Interface (API) এর মাধ্যমে ভূমি সেবা অটোমেশন প্রকল্পের ডাটাবেজের সাথে যুক্ত করে আধুনিক ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন সম্পন্নকরণ।