রেকর্ড তঞ্চকতা সংশোধন
চূড়ান্ত প্রকাশনার পূর্বে রেকর্ডের যে কোন জালিয়াতি সেটেলমেন্ট অফিসারের নজরে এলে তা ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৪২(ক) ও ৪২(খ) বিধিতে সংশোধনযোগ্য হতে পারে।
জালিয়াতি সমূহ নিম্নরুপ হতে পারে:
Ø ক)ভলিউমে অবৈধভাবে ঘষামাজা ও কাটাকাটি করে নাম ও দাগ পরিবর্তন।
Ø খ)নামের হিস্যা পরিবর্তন।
Ø গ)নতুন নাম সংযোজন।
Ø ঘ)দাগের এরিয়া পরিবর্তন।
Ø ঙ)আপত্তি/ আপীল স্তরে নোটিশ গোপন করে একতরফভাবে রায় হাসিল।
Ø চ)ভূয়া ব্যক্তিকে দাঁড় করিয়ে শুনানি সম্পাদন এবং তঞ্চকতাপূর্ণ রায় হাসিল।
Ø ছ)আপত্তি/ আপীল কেসের রায়ের পর কাটাকটি করে রায় পরিবর্তন এবং তদানুয়ায়ি রায় তামিল।
Ø জ)রায় তামিল না হওয়ায় সঠিক রেকর্ড প্রস্তুত না হওয়া।
ড. মো: মাহমুদ হাসান
(অতিরিক্ত সচিব)
মহাপরিচালক (অঃ দাঃ)
‘বিস্তারিত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।
কারিগরি সহায়তায়: