Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০১৭

নাগরিক কর্নার ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা ।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে  online.forms.gov.bd ওয়েবসাইটের  "সাধারণ আবেদন" - এর মাধ্যমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে বাংলাদেশের নাগরিকগন অনলাইন সেবা পেতে পারেন । ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আপনার আবেদনটি গ্রহণযোগ্য রাখতে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ।

আবেদনের ধাপ সমূহঃ     আপনি মোট ৫ টি ধাপ অতিক্রম করে  আবেদন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে প্রেরন করতে পারেন ।

প্রথম ধাপঃ   এখানে "সাধারণ আবেদন"-এর নির্দেশনাবলি পাবেন ।

দ্বিতীয় ধাপঃ  আবেদনের “ফরম” পাবেন ।

০১। প্রাপক অফিস বাছাই করুনঃ আফিসের ধরণ বাছাই করুন - অধিদপ্তর । বাছাই করুন - ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এক্ষেত্রে ”ভূমি” শব্দটি কম্পোজ করলে সহজে সাজেশন হিসাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেয়ে যাবেন ।

০২। বরাবর - এর ৩টি ঘর ব্যবহার করে , প্রথম ঘরে সংশ্লিষ্ট কর্মকর্তার পদবী , দ্বিতীয় ঘরে -   ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, তৃতীয় ঘরে - তেজগাঁও, ঢাকা -১২০৮। লিখতে হবে ।

০৩। সংক্ষেপে ও সুনির্দিষ্ট ভাবে বিষয় লিখতে হবে ।

০৪। আবেদন পত্রের ০১ থেকে ১০ পর্যন্ত ঘর গুলো পূরণ করতে হবে ।

০৫। আবেদন পত্রের ১০ নম্বর ঘরে ”আবেদনের বিষয়ে বিস্তারিত বিবরণ “ লিখতে হবে । অর্থাৎ আপনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে যে সেবাটি পেতে চান বা আপনার বক্তব্যটি উল্লেখ করুন । আপনার বক্তব্যের শেষে আপনার ই-মেইল এড্রেস উল্লেখ করুন । প্রয়োজনে এই ই-মেইলে পত্র প্রেরণ করা হবে । ”আবেদনের বিষয়ে বিস্তারিত বিবরণ “ ঘরে আপনার ই-মেইল এড্রেস না দিলে , ই-মেইলের মাধ্যমে পত্র পাবেন না ।  উল্লেখ্য, ই-মেইল ঘরে ছাড়াও , অতিরিক্তভাবে এই ঘরে ই-মেইল এড্রেস উল্লেখ করতে হবে ।

তৃতীয় ধাপঃ আবেদন পত্রের সাথে কোন সাপোর্টিং ডকুমেন্ট সংযুক্তি দিতে চাইলে, এই ধাপে সংযু্ক্ত করতে হবে । সংযুক্তি সমূহ আপনার আবেদনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে  । এছাড়া , আপনার ছবি ও স্বাক্ষরের ছবি সংযু্ক্ত করতে পারেন এই ধাপে । সংযুুক্তি প্রদানের পূর্বে সফট ফাইলটির একটি উপযুক্ত নামকরণ করে নিন । 

চতুর্থ ধাপঃ পেমেন্ট । বর্তমানে অকার্যকর রয়েছে ।

পঞ্চম ধাপঃ আবেদনটি প্রেরণ করুন । আবেদন প্রেরণের পর ‘আবেদন গ্রহন নম্বর’ সম্বলিত একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন । এটি প্রিন্ট করে সংরক্ষণ করুন। পরবর্তীতে “খুঁজুন” বাটনে ক্লিক করে এই নম্বরটি দিয়ে সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন।