Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০১৯

প্রেস অফিসার এর বার্তা

 

 

ভূমির ইতিহাস অতি প্রাচীন ইতিহাস। ভূমির সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানব সভ্যতা। ভূমি থেকে মানুষের জন্ম আবার এই ভূমিতে চিরনিদ্রায় শয়ন। তাই ভূমিকে মানুষ প্রানের মত ভালবাসে। এই জন্য সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা একটি দেশ ও জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে এ দায়িত্ব পালন করে আসছে ভূমি মন্ত্রনালয়। ভূমি মন্ত্রনালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা স্বত্ব নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নক্সা প্রনয়ন করে। আর এই অতি মুল্যবান ও গুরুত্বপূর্ণ পর্চা, খতিয়ান ও নক্সা ও ম্যাপ চুড়ান্তভাবে প্রকাশিত হয় সেটেলমেন্ট প্রেস থেকে। এই জন্য সেটেলমেন্ট প্রেসের গুরুত্ব ও ভুমিকা অপরিসীম। পর্চা বা খতিয়ানে মানুষের ভূমি-স্বত্ব লিপিবদ্ধ হয় বলে একে স্বত্বলিপি বলে। প্রাগৈতিহাসিক যুগ থেকে ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি চলে আসছে।

 

বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য ভূমি ব্যবস্থাপনাকে সনাতন পদ্ধতি থেকে উত্তরণ ঘটিয়ে আধুনিকায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। ভূমি জরিপে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। আর ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে খতিয়ান মুদ্রণ, নক্সা মুদ্রণ ও নক্সা প্রস্তুত করণ চলছে। আর সেটেলমেন্ট প্রেস ও দ্রুত ও নির্ভুল ভাবে প্রিন্ট করছে, যাতে জনগণ অল্প সময়ে কম খরচে নির্ভুল একটা নক্সা পাচ্ছে।

 

এটা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের অন্যতম সফলতা বলে আমি বিশ্বাস করি। যেকোন ধরনের গঠনমূলক মতামত আহবান করছি এবং সকলের আন্তরিক সহযোগীতা প্রত্যশা করছি।

 

মোহাম্মদ সাইফুল ইসলাম

প্রেস অফিসার

সেটেলমেন্ট প্রেস

তেজগাঁও, ঢাকা-১২০৮।