ভিশন
বর্তমানে গণতান্ত্রিক সরকার ঘোষিত “রুপকল্প-২০২১” অনুসরণে তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করার মাধ্যমে ক্রটিমুক্ত,জনবান্ধব,টেকসই এবং জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা।
মিশন
· তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে অনলাইনে ভূমি জরিপ ব্যবস্থাপনা গড়ে তোলা।
· আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ভূমি নক্সা ও রেকর্ড ডাটাবেইজ তৈরী করা।
· ভূমি প্রশাসনে দক্ষতা উন্নয়ন।
· স্বল্পতম সময়ে ভূমি মালিকদের অনুকূলে উন্নত নিরাপত্তা সম্বলিত ROR প্রদান।
· জরিপ,ম্যাপিং,ও ভূমি উন্নয়ন করের উন্নয়ন সাধন।
· ম্যাপ ডিজিটাইজড এবং ROR সহ ভূমি রেকর্ড কম্পিউটারাইজড করা।
· প্রাতিষ্ঠানিক সংস্কার,মানব সম্পদ উন্নয়নমূলক ব্যবস্থাদি প্রবর্তন এবং সমগ্র দেশের জন্য একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত ভূমি প্রশাসন উন্নয়ন (ওয়ান স্টপ সার্ভিস) কার্যক্রম প্রণয়ন করা।