একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে সমগ্র দেশ অথবা কোন জেলা অথবা জেলার কোন অংশের স্বত্বলিপি এবং মৌজা ম্যাপ প্রস্তুত/সংশোধন।
পর্যায়ক্রমে সমগ্র দেশের প্রতিটি মৌজারঃ
প্রতিটি ভূমি মালিকের Records Of Right (ROR) বা স্বত্বলিপি/খতিয়ান প্রণয়ন এবং মুদ্রণ।
প্রতিটি থানা, জেলা এবং সমগ্র দেশের ম্যাপ প্রস্তুত, মুদ্রণ এবং পূর্নমুদ্রণ।
দেশের আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করণ, সীমানা স্ট্রীপ ম্যাপ প্রস্তুত এবং মুদ্রণ।
আন্তঃ জেলা এবং আন্তঃ থানার সীমানা নির্ধারনের ক্ষেত্রে জেলা প্রশাসক কে কারিগরী সহায়তা প্রদান।
জেলা/থানা পূর্নগঠন সংক্রান্ত সরকারী প্রস্থাবে কারিগরী ও ভৌগোলিক গ্রহণযোগ্যতার বিষয়ে নিরীক্ষা করণ।
আন্তর্জাতিক ও আন্তঃজেলা সীমানা চিহ্নিতকরণ, ক্যাডাস্ট্রাল সার্ভে এবং ভূমি সংস্কার কার্যক্রমে সরকারকে পরামর্শ প্রদান।
বি.সি.এস(প্রশাসন,পুলিশ) ও অন্যান্য ক্যাডারভূক্ত অফিসারসহ বিচার বিভাগের অফিসারগণের সার্ভে ও সেটেলমেন্ট ট্রেনিং এর আয়োজন।