Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০১৪

সেটেলমেন্ট প্রেসের কাজ

খতিয়ান এর ডাটা কম্পিউটারে এন্ট্রি করা

খতিয়ান মুদ্রণ করা

খতিয়ান জোনাল সেটেরমেন্ট অফিসে সরবরাহ করা

সেটেলমেন্ট প্রেসে খতিয়ান এন্ট্রি, মুদ্রণসহ অন্যান্য তথ্যাবলী

 

 

 

১ ।      ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীন সেটেলমেন্ট প্রেসে ২০০৮ সাল হতে ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে ডাটা এন্ট্রি শুরু হয়। ফলে ১৯৯৬ হতে ২০০৮ সাল পর্যন্ত খতিয়ান এন্ট্রির হিসাবটি আনুমানিক । সে হিসেবে জানুয়ারী ১৯৯৬ হতে নভেম্বর ২০১৪ পর্যন্ত ২০,৮০৫ টি মৌজার ১,২১,৭২,৪৩৮ টি খতিয়ান এন্ট্রি করা হয়।

 

২।       সেটেলমেন্ট প্রেসে ১৯৯৬ সন হতে কম্পিউটারে ডাটা এন্ট্রি শুরু হয়েছে।

 

৩।      বিগত ৫ বছরে (জানুয়ারী ২০০৯ হতে নভেম্বর ২০১৪ পর্যন্ত) ১০,৯৪১ টি মৌজার ৬৭,৬০,৮২২ টি খতিয়ান হস্তান্তর করা হয়েছে।

 

৪।       ০৩ টি সার্ভারের মাধ্যমে খতিয়ানের ডাটা সংরক্ষিত হচ্ছে ।

 

৫।       সেটেলমেন্ট প্রেস এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানীর নিকট হতে  ফেব্রুয়ারী ২০১২ সালে ৩ এমবিপিএস  (০১ এমবিপিএস এর পূর্ব মূল্য ১০,০০০/- টাকা, যার বর্তমান মূল্য ২৫২০/- টাকা)  ক্ষমতাসম্পন্ন একটি ইন্টারনেট কানেকশন গ্রহণ করা হয়। বিটিসিএল কে প্রতিমাসে ৮৬৯৪/- (আটহাজার ছয়শত চুরান্নব্বই) টাকা বিল প্রদান করা হয়।

৬।      ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাস্তবায়নাধীন " স্ট্রেংদেনিং অব সেটেলমেন্ট প্রেস, ম্যাপ প্রিন্টিং প্রেস এণ্ড প্রিপারেশন অব ডিজিটাল ম্যাপস'' প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থ বছরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ডাটা সলিউশন লিঃ, ৫০ কাজী নজরুল ইসলাম্ এভিনিউ, ঢাকা কর্তৃক ৩,৪৮,৮৪০/- টাকা মূল্যে ল্যান এবং ওয়ান সংযোগ দেয়া হয়।