Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০২৪

খতিয়ান বিষয়ক রেকর্ডরুম

খতিয়ান বিষয়ক রেকর্ডরুম

 

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে খতিয়ান বিষয়ক একটি বড় রেকর্ডরুম রয়েছে। যেখানে বিভিন্ন জরিপ (সিএস, এসএ, আর এস, সিটি জরিপের) খতিয়ান ভলিউম সংরক্ষিত রয়েছে। এ রেকর্ডরুমে সব জরিপের সব ভলিউম সংরক্ষিত নেই তবে কিছু কিছু রয়েছে। এসএ জরিপের তেমন কোন ভলিউম নেই তবে ঢাকার কিছু কিছু ভলিউম রয়েছে। তবে এ রেকর্ডরুমে কি রয়েছে তার সুনির্দিষ্ট কোন ডাটাবেজ, তথ্য, কোথাও সংরক্ষিত নেই। এ রেকর্ডরুম হতে কোন জনগণকে কোন তথ্য সরবরাহ করা হয়না। শুধু জেলা প্রশাসকগণ যদি কোন সুনির্দিষ্ট কোন চাহিদা দেন তবে তা খুজে বের করার চেষ্টা করা হয় এবং পাওয়া গেলে তা সরবরাহ করা হয়।

অন্যদিকে দেখা যায় যে প্রায়ই বিভিন্ন জেলা হতে জনগণ এখানে আসেন খতিয়ান পাওয়ার জন্য। মূলত: এখান হতে কোন খতিয়ান সরবরাহ করা হয়না জনগণকে।

জেলা প্রশাসকগণ যদি কোন খতিয়ান চান তবে তা খুজে জেলা প্রশাসকগণকে সরবরাহ করার চেষ্টা করা হয়।

এ রেকর্ডরুমে কোন কর্মকর্তা-কর্মচারী পদায়ন করা হয়নি। ফলে কোন আপডেটেড তথ্য প্রদান করা সম্ভব হয়না।