প্রশিক্ষণ ক্যাম্পের অবস্থান:
এ বছর ঢাকার ডেমরাতে অবস্থিত করিম জুট মিলের প্রশিক্ষণ ডরমিটরীতে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের বৈশিষ্ট্য :
অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচী থেকে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কর্মসূচী একটু ভিন্নতর। এ প্রশিক্ষণ কর্মসূচীর একটি ঐতিহ্য রয়েছে।
প্রশিক্ষণ পদ্ধতি :
যৌথ ক্যাম্পে প্রশিক্ষণ:
বিভক্ত ক্যাম্পে প্রশিক্ষণ:
থাকার ব্যবস্থা :
খাওয়ার ব্যবস্থা : মেস কমিটির জন্য একজন পিএমসি ২জন সহকারী পিএমসি (৩ ক্যাডার হতে তিনজন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগ করতে হবে।
নিরাপত্তা: পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা আছে (পুলিশকে ইনফর্ম করা আছে।