Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৫

মহাপরিচালকের দায়িত্ব ও কর্তব্য

মহাপরিচালকের দায়িত্ব ও কর্তব্য

(১)    অধিদপ্তরের প্রশাসনিক প্রধান হিসাবে সার্বিক দায়িত্ব পালন।
(২)    বিভাগীয় কারিগরী এবং নীতি নির্ধারণী বিষয়ে প্রশাসনিক মন্ত্রনালয়কে পরামর্শ প্রদান।
(৩)    বাজেট বরাদ্দের আওতায় বিভাগীয় মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন।
(৪)    আইন, অধ্যাদেশ, বিধি-বিধান এবং সময়ে সময়ে সরকার কর্তৃক প্রদত্ত আদেশ নির্দেশ অনুযায়ী অধিদপ্তরের যাবতীয় (প্রশাসনিক, ভূমি রেকর্ড ও জরিপ এবং অন্যান্য) কার্য সম্পাদন।
(৫)    দেওয়ানী মামলা ও অধিদপ্তর সংশ্লিষ্ট সকল সংসদীয় প্রশ্ন সংক্রান্ত বিষয়াবলী।
(৬)    অধিদপ্তরের ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ এবং শৃংখলা রক্ষার দায়িত্ব পালন, নিয়ন্ত্রন,তদারকি ও সমন্বয় সাধন।
(৭)    অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নির্বাহী ও অপারেশনাল নির্দেশনাসহ তাদের নিয়ন্ত্রণ ও তদারকি।
(৮)    প্রচলিত নিয়োগ বিধিমতে অধিদপ্তরাধীন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে নিয়োগ।
(৯)    অধিদপ্তরাধীন সকল কর্মকর্তা/কর্মচারীর বদলী এবং সকল কর্মচারীর পদোন্নতি, অবসর প্রস্তুতি, ছুটি, পেনশন ও কর্মচারী কল্যাণ সংক্রান্ত অন্যান্য বিষয়াবলী।
(১০)    কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃংখলামূলক কার্যক্রম সংক্রান্ত বিষয়াবলী।
(১১)    অধিদপ্তরাধীন সকল প্রথম শ্রেণীর কর্মকর্তার অর্জিত ছুটির বিষয়াবলী।
(১২)    অধীনস্থ কর্মকর্তাদের প্রয়োজনীয় ক্ষমতা অর্পনের আদেশ প্রদান।
(১৩)    প্রয়োজনীয় ক্ষেত্রে অধিদপ্তরের প্রতিনিধিত্ব করা এবং ক্ষেত্র বিশেষে তাঁর পক্ষে প্রতিনিধি প্রেরণ করা।
(১৪)    অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল প্রকার প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়।
(১৫)    পরিচালকগণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখন উপ-পরিচালক ও সেটেলমেন্ট অফিসার এবং প্রেস অফিসারের  বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতিস্বাক্ষর করণ।
(১৬)    অধীনস্থ কর্মকর্তাগণের মধ্যে দায়িত্ব বন্টন।
(১৭)    প্রযোজ্য ক্ষেত্রে রাজস্ব আয় নিশ্চিত করা এবং সরকারী সম্পত্তির নিরাপত্তা বিধান করা।
(১৮)    অধিদপ্তরের সকল প্রকার ক্রয় বিক্রয় এবং টেন্ডার সংক্রান্ত বিষয়।
(১৯)    অধিদপ্তরের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ, উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও তা বাস্তবায়ন।
(২০)    আন্তর্জাতিক ও আন্তঃজেলা সীমানা চিহ্নিত ও সীমানা বিরোধ সংক্রান্ত বিষয়।
(২১)    অধিদপ্তরের কোন গাড়ী ২৫ মাইলের উর্দ্ধে সরকারী কাজে যাতায়াতের অনুমতি প্রদান।
(২২)    সরকার কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব।