Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৪

জীবন বৃত্তান্ত

আনিস মাহমুদ

আনিস মাহমুদ, অতিরিক্ত সচিব (পরিচিত নং- ৪১২৮) বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৯ম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। গত ০১জুন ২০২৩ তারিখে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। বিজেএমসি-তে যোগদানের পূর্বে তিনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

 

তিনি তার সুদীর্ঘ চাকরি জীবনে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে নিজেকে বিকশিত করেছেন।

 

চাকরি জীবনের শুরুতে তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সহকারী সচিব হিসেবে যোগ দেওয়ার পর পর্যায়ক্রমে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, চট্টগাম জেলার ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), লক্ষীপুর ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ও যুগ্মসচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়া, তিনি নেত্রকোনা ও খুলনা জেলার জেলা প্রশাসক হিসেবে কাজ করেছেন।

 

জনাব আনিস মাহমুদ ১৯৬৫ সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

 

পেশাগত কাজে তিনি ইতালি, নেদারল্যান্ডস, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া থাইল্যান্ড ও তুরস্কসহ অন্যান্য দেশ সফর করেন। এছাড়াও তিনি ২০১৭ সালে পবিত্র হজ্ব পালনে সৌদি আরব গমন করেন।

 

ব্যক্তিগত জীবনে আনিস মাহমুদ ও তাঁর সহধর্মিনী ফেরদৌসী মায়া এক কন্যা ও এক পুত্রের জনক-জননী।