Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২৪

 

মহঃ মনিরুজ্জামান
মহাপরিচালক
(গ্রেড-১)

 

জনাব মহঃ মনিরুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১) (পরিচিত নং- ৫৮৩৬) বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য। তিনি ২৪ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে যোগদান করেন। এর অব্যবহিতপূর্বে তিনি ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। 
 
তিনি চাকরি জীবনে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন।
 
চাকরি জীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় বরগুনায় যোগদান করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি), রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও উপপরিচালক হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে এবং পদ্মা বহুমূখী সেতু প্রকল্পে দায়িত্ব পালন করেন। তিনি মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এ কাজ করেন। 
 
জনাব মহঃ মনিরুজ্জামান তাঁর পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। 

তিনি তাঁর কর্মজীবনের একটি বড় অংশ কাটিয়েছেন ভূমি ব্যাবস্থাপনার ক্ষেত্রে। সহকারী কমিশনার (ভূমি) ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কাজের অভিজ্ঞতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক পদে এবং অতিরিক্ত সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।  

জনাব মহঃ মনিরুজ্জামান ১৯৬৬ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নিতাইলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স বিভাগে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তাছাড়া তিনি ভারত (দিল্লি) হতে এমএফ ডিগ্রী এবং এনএপিডি হতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্লানিং এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রী অর্জন করেন। 
 
পেশাগত কাজে তিনি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিনী ফারাহ দিবা। তাঁরা এক কন্যা ও দুই পুত্রের জনক-জননী।