Welcome to National Portal

নোটিশ, এতদ্বারা পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে রাজউক হতে প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় চলমান ভূমি জরিপে রাজউক হতে প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের স্ব উদ্যোগে ভূমি জরিপ কার্যক্রমে অংশগ্রহণের প্রয়োজন নেই। রাজউক কর্তৃপক্ষের উদ্যোগেই প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের নামে জরিপ খতিয়ান (তসদিককৃত পর্চা) প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে; ফলে রাজউকের বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের নামে প্রস্তুতকৃত জরিপ খতিয়ান (তসদিককৃত পর্চা) রাজউক কার্যালয় হতে সংগ্রহ করা যাবে এমনকি খসড়া প্রকাশনার পরে অনলাইন (www.settlement.gov.bd) হতে সংগ্রহ করার সুযোগ থাকবে। এমতাবস্থায় রাজউক হতে প্লট বরাদ্দ প্রাপ্ত ভূমি মালিকগণের ভূমি জরিপ খতিয়ান প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

 

 

 


অফিস লোকেশন